বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে অধীর আগ্রহে রয়েছেন ভক্তরা। কিন্তু করোনা ও শিডিউল জটিলতার কারণে প্রায় ৩ বছর পর শুটিং ফ্লোরে গড়িয়েছে সিনেমাটি। সমপ্রতি রাশিয়া ও তুর্কিতে সম্পন্ন হয়েছে ‘টাইগার থ্রি’র শুটিং। খবর বাংলানিউজের। আর সেখান থেকে কাজ সেরেই ভারতে ফিরেছেন ‘ভাইজান’। মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। তখন সালমানের মুখে ছিল এস খচিত একটি মাস্ক। আর এতেই বেঁধেছে বিপত্তি! কারণ, সালমানের মুখের মাস্কটি ছিল উল্টো। আর সেই সময়কার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই সালমান খানকে নিয়ে শুরু হয়েছে ট্রল। অনুরাগীরা সমালোচনাও করেছেন তাকে নিয়ে। অনেকেই আবার সালমানকে মনে করিয়ে দেন, মাস্ক উল্টো পরেছেন! অনেকে আবার মজার ছলে সোজা করে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। মাস্ক পরার অভ্যাস না থাকার ফলে এমন বিপত্তি বলেও খোঁচা দেন কেউ কেউ।