উল্টো পথে মোটরসাইকেল, আবার হামলাও

যুবলীগ কর্মী হত্যার আসামী সহ আটক ২

আজাদী অনলাইন | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:২৬ অপরাহ্ণ

উল্টো পথে মোটরসাইকেল চালিয়েছে দুই যুবক। তার প্রতিবাদ করায় তারা এক বিচারকের ওপর হামলাও করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৯ ডিসেম্বর) নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকেল সাড়ে ৪টার দিকে।
এ ঘটনায় আলী আকবর এবং হাসান আলী জিসান নামের দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বিডিনিউজ
তাদের মধ্যে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামী। তার বাবা হাজী ইকবালও একই মামলার আসামী।
বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ১০ বছর আগে বহিষ্কার করা হয়। তবে এলাকায় তিনি এখনও পরিচয় দেন আওয়ামী লীগ নেতা হিসেবে।
পতেঙ্গা থানার এসআই সেলিম মিয়া বুধবার বিকেলের ঘটনার বিষয়ে বলেন, “আটক দুইজন আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসেন। এসময় জজ সাহেব ঐ পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এসময় তারা হামলা চালায়। সেখানে উপস্থিত স্থানীয়রা হামলাকারীদের আটকে ফেলে।”
ঐ গাড়িতে থাকা চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন হামলায় হাতে ব্যথা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে উপস্থিত লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দু’জনকে থানায় নিয়ে যায়।
রাত সোয়া ৮টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ বিষয়ে নগর ‍পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) অলক বিশ্বাস বলেন, “সেখানে কী ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে খুন হন যুবলীগ কর্মী মহিউদ্দিন। ঐ হত্যা মামলায় হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর আসামী ছিলেন। তখন আলী আকবর ঢাকা থেকে গ্রেপ্তারও হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান।

পূর্ববর্তী নিবন্ধজাতির জনকের জীবন ও সংগ্রাম নিয়ে ‘বঙ্গবন্ধু গ্যালারি’
পরবর্তী নিবন্ধএবার মুক্তিযুদ্ধের বিজয় মেলা সংক্ষিপ্ত পরিসরে