২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনোত্তর মতবিনিময় সভা গত শনিবার বিকালে জামালখানস্থ একটি কনভেনশন সেন্টারে নবনির্বাচিত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন রশ্মি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপ–মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, আমাদের প্রতিপক্ষ ৭১’র স্বাধীনতা বিরোধী শক্তি। সত্যিকার অর্থে আমরা তাদের নির্মূল করতে পারিনি। এ সত্যটুকু মেনে নিয়ে সামনের দিকে এগুতে হবে। এই এগুনোর পথে তৃণমূল নেতাকর্মীরাই আমাদের চালিকা শক্তি। জামালখান ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় দলাদলি ও সমস্ত মতভেদের উর্ধ্বে থেকে ত্যাগীদের মূল্যায়ন করার আহ্বান জানান।
প্রধান বক্তা শিক্ষা উপ–মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের উপলব্ধি হতে হবে নেতাকর্মীদের মাঝে সমন্বয়হীনতা থাকলে দল ক্ষতিগ্রস্ত হয়। মিডিয়ার সামনে আমাদের সংযত হয়ে কথা বলতে হবে। যাতে করে কিছু অসাধু চক্র আমাদের কথার সূত্রে তিলকে তাল করতে না পারে। ক্ষমতায় যাওয়ার জন্য যে সহজ সরল রাস্তাটি রয়েছে সেই পথে না গিয়ে বিএনপি–জামায়াত চক্র তার উল্টোপথে চলা শুরু করেছে। কেননা তারা জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন। আমি মনে করি জামালখান ওয়ার্ড ঐক্যের শক্তিতে বিশ্বাসী। এই ঐক্যের ভিত্তিতে যারা দায়িত্ব প্রাপ্ত হলেন তারা অত্র এলাকার জনগণের মাঝে নৌকা প্রতীককে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করবেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ক, খ, গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি–সাধারণ সম্পাদক মৃদুল কুমার দাশ, হাজী মুন্সি মিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর মোস্তফা, বাবুল দেব রায়, এটিএম আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমেদ ইমু প্রমুখ।












