সড়ক, মহাসড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযানে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার জলিল নগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে, সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১০ হাজার এবং বন আইনে ১ জনকে ২ হাজার টাকা সহ ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অংগ্যজাই মারমা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্টোপথে গাড়ি চালানোর দায়ে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনেককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।