রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া ইয়াং বয়েজের আয়োজনে স্বাধীনতা কাপ রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ শনিবার বৈইজ্যাখালী বাজার সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করে দক্ষিণ বাড়ীঘোনা হামিদ উল্লাহ শাহ ফুটবল একাদশ ও মোহরা ফুটবল একাদশ। খেলা শেষে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শফিউল আলম। উরকিরচর ইউপি সদস্য শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলী আকবর, তাপস বড়ুয়া, উৎপল মহাজন অরুন, শেখ আকতারুজ্জমান পারভেজ, সাজ্জাদ শাহ, মো. আরমান হোসেন, মো. জাহেদুল আলম, মুরাদ চৌধুরী, শেখ জহির উদ্দিন, আমিনুল ইসলাম জনি, ইরফান শাহ, নাজমুল রায়হান,আলী আদনান, মো. শাহেদ। উপস্থিত ছিলেন রোহান, রাজু, সাইফ, মো. ফাহিম, আসিফ, সাব্বির, সোয়াদ, ইরফান, আরমান,আলভী, অপুর্ব। খেলা পরিচালনা করেন মোহাম্মদ রাজু ও মামুন।