রাউজানে গরির পরিবার সমূহের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল দেয়া অব্যাহত রাখা হয়েছে। গত শনিবার এই প্রকল্পের চাল বিতরণ করা হয় উরকিরচর ইউনিয়নে। এই ইউনিয়নের তালিকাভুক্ত পরিবার সমূহে চাল বিতরণ করেন চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন-অর-রশিদ, মুহাম্মদ নাসির মেম্বার, মো. শেখ মফিজুর, মোহাম্মদ রফিক মেম্বার, জানে আলম মেম্বার, তাপস কুমার বড়ুয়া মেম্বার, মো. আফছার মেম্বার, মেম্বার অমিত বিজয় বড়ুয়া, কাউসার আলম মেম্বার, জয়া রানী বড়ুয়া মেম্বার প্রমুখ।