কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ইছালে সাওয়াব মাহফিলে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, ত্বরিকায়ে কাদেরীয়ার ইমাম বড়পীর হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহ.) এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন, যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগত বিভ্রান্তির কালো থাবায় নিমজ্জিত ছিল। সেই দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তাঁর মত একজন মুজাদ্দিদের, একজন পথ প্রদর্শকের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তাঁর মাধ্যমেই ইসলাম পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত। তিনি বড়পীর (রাহ.) এর আদর্শ অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। গত ১৪ অক্টোবর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ এম এন সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা কাজী শিহাবুদ্দীনের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ ফারুক হোসাইন, অধ্যক্ষ ড. আবদুল কাদের নিজামী, অধ্যক্ষ নূরুল আলম ফারুকী, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, শরীয়ত উল্লাহ হোসাইনী, মুহাম্মদ ইমরানুল হক সাঈদ, জিয়াউল হক আনসারী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফিজুল হক নিজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।