উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ফুটবলে ঘাগড়ার শিরোপা অক্ষুণ্ন

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

৪৯তম গ্রীষ্মকালীন চট্টগ্রাম উপ-আঞ্চলিক ফুটবলের বালক বিভাগে কক্সবাজার জেলার প্রতিনিধি চকরিয়া সেন্ট্রাল হাই স্কুল এবং বালিকা বিভাগে রাঙ্গামাটি জেলার প্রতিনিধি ঘাগড়া হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় চকরিয়া সেন্ট্রাল স্কুল ৩-০ গোলে ফেনী জেলার প্রতিনিধি সোনাগাজী মঙ্গলকান্দি হাই স্কুলকে এবং ঘাগড়া স্কুল ৪-০ গোলে খাগড়াছড়ি হাই স্কুলকে পরাজিত করে। খেলা শেষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মুহম্মদ ফরিদুল আলম হোসাইনী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগি অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমঈনুদ্দিন হোসাইন স্মৃতি একাডেমি কাপ ফুটবলে বিহঙ্গ ও এ প্লাস দলের জয়
পরবর্তী নিবন্ধ‘ক্যাপ্টেনস মিডিয়া ডে’তে অধিনায়ক সাকিব