উপ-অঞ্চল পর্যায়ে স্বাগতিক চট্টগ্রামের শিরোপা লাভ

৫২তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের সাঁতার প্রতিযোগিতায় সর্বমোট ১২০ পয়েন্ট পেয়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যাম্পিয়ন এবং মাত্র ৫৭ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে অনুষ্ঠিত দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতায় উপঅঞ্চলের অধিভুক্ত ৭টি জেলার সাঁতারুরা অংশগ্রহণ করে। সাঁতারুদের মধ্যে বালক বড় বিভাগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র জামিউল হাসান ফারহান, বালক মধ্যম বিভাগে মহেষখালী মডেল হাই স্কুলের ছাত্র বেলাল উদ্দিন, বালিকা বড় বিভাগে বোয়ালখালী ইকবাল পার্ক বালিকা স্কুলের ছাত্রী আমেনা আক্তার, বালিকা মধ্যম বিভাগে নোয়াখালী জেলার সোনাপুর আহমদিয়া স্কুলের ছাত্রী বিবি আয়েশা ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বর্ণপদক পায়। এছাড়া চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের ছাত্র খান আশিকুল মুজিব ২টিতে স্বর্ণ এবং একটিতে রৌপ্য পদক জিতে বিশেষ পুরস্কার লাভ করে। চট্টগ্রাম উপআঞ্চলিক পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, মাউশি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রামার তাপস কুমার সাহা ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী বিশেষ অতিথি ছিলেন। নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ নন্দী ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মিথিলা দাশের উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক আশীষ শীল ও মাসুদ ইবনে আলম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধরিশাদের ক্যারিয়ার সেরা ৬ উইকেট