উপাধ্যক্ষ সাইফুর রহমান হত্যায় জড়িতদের শাস্তি দাবি

বাকবিশিস’র নিন্দা

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক ও সাবেক উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়ার হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একজন জ্যেষ্ঠ শিক্ষক নিজ বাসায় নির্মমভাবে খুন হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও গভীর উদ্বেগের কারণ। বাকবিশিস নেতৃবৃন্দ অনতিবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে দেশে চলমান খুন, ধর্ষণ, জ্বালাওপোড়াওভাঙচুর, ‘মব

সংস্কৃতি’, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ শিগগির
পরবর্তী নিবন্ধদুস্থদের হক আদায় করলে দেশে গরিব থাকবে না