উপাচার্যের আশ্বাসে চবি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি স্থগিত

চবি প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ১২:০৫ অপরাহ্ণ

কর্তৃপক্ষের আশ্বাসে পূর্বঘোষিত কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সভাপতি মো. আব্দুল হাই বলেন, উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগেরদিন অধিকাল ভাতা (নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়কাল পর্যন্ত দায়িত্বরত থাকা) পুনরায় চালুসহ তিন দফা দাবিতে তিনদিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল চবি কর্মচারী ইউনিয়ন।
আব্দুল হাই আজাদীকে বলেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে পদোন্নতি, চারটি উচ্চতর গ্রেড বহাল ও অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর মানববন্ধন করেছি আমরা। চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের এ তিন দফা দাবির কোনো সমাধান না করায় ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিই আমরা। এরপর গতকাল দুপুরে উপাচার্যের ডাকে সাড়া দিয়ে বৈঠকে বসলে তিনি আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।

পূর্ববর্তী নিবন্ধমোটর সাইকেল চুরি করতে গিয়ে ধরা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি ও রবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর