লোহাগাড়ায় যাত্রী সেজে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকানের দক্ষিণে ব্র্যাক অফিসের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম (৬৫) একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ ঘোনাপাড়া এলাকার মৃত এনু মিয়ার পুত্র। গতকাল বুধবার তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে বার আউলিয়া কলেজ গেট এলাকায় যাবার জন্য এক অজ্ঞাত লোক যাত্রী সেজে রিকশাটি ভাড়া করে। ঘটনাস্থলে পৌঁছলে ওই যাত্রী প্রশ্রাব করার জন্য রিকশা থামাতে বলে। এই সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। মাইক্রোতে থাকা অজ্ঞাতনামা ৪ ব্যক্তি রিকশা চালককে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় এবং অন্য আরেকজন ব্যাটারি চালিত রিকশাটি জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। মাইক্রোবাসে তুলে রিকশা চালককে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ফেলে। পরে মাইক্রোতে করে তাকে সাতকানিয়ার বাজালিয়া এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে কেরানীহাট বাজারের আগে এক কমিউনিটি সেন্টারের সামনে তাকে মাইক্রো থেকে নামিয়ে দেয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ব্যাটারি রিকশা ছিনতাই হওয়ার ঘটনায় অভিযোগ পাবার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, গত ৫ এপ্রিল উপজেলা সদর বটতলী স্টেশনস্থ এক বেসরকারি হাসপাতালের সামনে থেকে বৃদ্ধ নুরুল ইসলামের একটি ব্যাটারি রিকশা চুরি হয়ে গিয়েছিল। পরদিন এই ঘটনাও তিনি থানায় লিখিত অভিযোগ করেছিলেন। গত ১৬ এপ্রিল একটি সংগঠন ও কয়েকজন দানশীল ব্যক্তির সহযোগিতায় নতুন একটি ব্যাটারি রিকশা কিনে দেওয়া হয়েছিল। অবশেষে সেটিও ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।