উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে

পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা

| বুধবার , ২ জুন, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হামিদ মিরকে তার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’ এর উপস্থাপনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো। দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কয়েকদিনের মধ্যে সোমবার মিরকে ওই দায়িত্ব থেকে সরানো হয় বলে জানিয়েছে বিবিসি। সামরিক বাহিনীর বিরুদ্ধে গণমাধ্যমের ওপর খবরদারি ও সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ করেন তিনি। মির বিবিসিকে জানিয়েছেন, তার স্ত্রী ও কন্যাকেও হুমকি দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
পাকিস্তানে সাংবাদিকরা ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছেন, সমালোচকরা এমনটি বললেও দেশটির সরকার তা অস্বীকার করেছে। জিও নিউজে সমপ্রচারিত হামিদ মিরের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’ পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক টক শো-গুলোর অন্যতম। জিও নিউজ দেশটির সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠীর অংশ। সোমবার বিবিসিকে মির জানান, চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে তিনি আর অন এয়ারে যাচ্ছেন না। কেন মিরকে সাসপেন্ড করা হয়েছে এর কোনো কারণ জিও নিউজ উল্লেখ করেনি কিন্তু অভিজ্ঞ এই সাংবাদিক কিছু সময়ের জন্য সমপ্রচারের বাইরে থাকছেন বলে নিশ্চিত করেছে। সামরিক বাহিনীর চাপেই চ্যানেলটি এমন পদক্ষেপ নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া উদ্ধৃতিতে জিও নিউজের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। গত সপ্তাহে মিরের করা মন্তব্যের পর জি নিউজ এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন তিনি। সামরিক বাহিনীর সমালোচক আরেকজন সাংবাদিক আসাদ আলী তূর নিজ বাড়িতে অজ্ঞাত তিন ব্যক্তি কর্তৃক আক্রান্ত হওয়ার পর এক প্রতিবাদ সমাবেশ বক্তব্য রেখেছিলেন হামিদ মির। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হামিদ মিরকে সরিয়ে দেওয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তার বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে অভিযোগ করে এতে ‘সংবাদ মাধ্যমের দায়বদ্ধতার গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে’ বলে মন্তব্য করেছে। ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’এর স্টিভেন বাটলার সতর্ক করে বলেছেন, এ ঘটনায় ‘পাকিস্তানে সংবাদপত্রের প্রকৃত স্বাধীনতার ঘাটতি আছে’ এটিই প্রতিপন্ন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমসজিদের মাইকের আওয়াজ সীমিত করার ব্যাখ্যা সৌদি কর্তৃপক্ষের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার