তানিয়া হোসাইন, দেশের প্রশংসিত দু’চারজন প্রফেশনাল উপস্থাপকের মধ্যে অন্যতম। যদিও সংসার-সন্তানের জন্য মাঝের দুই বছর প্রায় অনুপস্থিত। বিপরীতে দেশের অন্যতম পেশাদার সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকেও দেখা যায় উপস্থাপনায়। যদিও সেটি কালে-ভদ্রে সংগীতনির্ভর টিভি অনুষ্ঠানে। এবারই প্রথম এই তারকা দম্পতি একসঙ্গে বসছেন উপস্থাপক বা সঞ্চালকের আসনে। ভালোবাসা দিবস উপলক্ষে ‘ম্যাটার অব লাভ’ নামের একটি বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করবেন দু’জনে। যেখানে তাদের অতিথি হয়ে থাকছেন এফএস নাঈম-নাদিয়া আহমেদ, মাসুমা রহমান নাবিলা-জোবায়দুল হক রিম এবং ইরফান সাজ্জাদ-শারমিন সাজ্জাদ দম্পতি। সোহেল রানা বিদ্যুতের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে ৪০ মিনিট ব্যাপ্তির ‘ম্যাটার অব লাভ’ অনুষ্ঠানটি। যেখানে বাপ্পা-তানিয়া দম্পতির সঞ্চালনায় উঠে আসবে অন্য তিন দম্পতির ভালোবাসার গল্প। নির্মাতা বিদ্যুৎ বলেন, বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বিয়ের পর এই প্রথম কোনও টিভি শোতে এলেন। তাও আবার প্রথমবারের মতো উপস্থাপনা করলেন।