সেবা, ভালোবাসা, শিক্ষা ও মানবিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘উপলব্ধি ফাউন্ডেশন’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গতকালের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, উপ–পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং উপলব্ধি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম সাইফুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি শেখ ইজাবুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, উপকারভোগী পরিবার এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ গড়ার দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। সেবা, ভালোবাসা ও শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।












