উপরে বাঁশ, নিচে কাঠ

কাপ্তাইয়ে অভিনব পদ্ধতিতে পাচার

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

অভিনব পদ্ধতিতে সংরক্ষিত বনের মূল্যবান সেগুন কাঠ পাচার করছে বন খেকোরা। নদী পথে বাঁশের ভেলার নিচে বেঁধে সেগুন কাঠ পাচার করছিল তারা। তবে কাপ্তাই ৪১ বিজিবি তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজিবি ১৫০ ঘন ফুট সেগুন কাঠ উদ্ধার করেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কর্ণফুলী নদীতে বাঁশের ভেলার নিচে কাঠ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমদ অভিযান চালান।
এসময় বাঁশের ভেলার নিচ থেকে ১৫০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেন।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গভীর রাতে অভিনব পদ্ধতিতে সেগুন কাঠ পাচার করা হচ্ছিল। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতিতে রঙিন একটি দিন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গ্যারেজ মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড