উপমা উপমাহীন

ডা. প্রণব কুমার চৌধুরী | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৩৭ পূর্বাহ্ণ

কবিতা লিখতে এসেছি- উপমা
উপমান রং-এ উপমেয় সাজ সুষমা
চাঁদের কপালে চাঁদ দিয়ে যা টিপ
জ্যোছনা হাসিতে উজল, তুলিত দুই দীপ।

পাখির নীড়ের মতো চোখ-বনলতা
‘চাওয়া’ সমুদ্র উচ্ছল নিঃশব্দের কথা
উপমিতি জ্ঞানবস্তু কারুশিল্প বাণী
সূর্য আলোর রাজা, চাঁদ আলোরাণী।

উপমিত উপমাহীন দাঁড়ালে আজ এসে
বরণে অস্থির কবি ‘শুদ্ধ’ ভালবেসে।

পূর্ববর্তী নিবন্ধলাল গ্রাফিতি
পরবর্তী নিবন্ধপুঁথি সাহিত্যের বিশেষজ্ঞ ইসহাক চৌধুরী