উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে

ওষখাইন দরবারে ত্বরিকত সম্মেলনে বক্তারা

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার শরীফে আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ)এর বার্ষিক বিষু ও ত্বরিকত সম্মেলন গত ১৪ ও ১৫ ২দিনব্যাপী জানুয়ারি বিশ্ব নুর মঞ্জিলে আলহাজ মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে মহান আউলিয়ায়ে কেরামের ত্যাগ পরিশ্রমে। কোনো রাজাবাদশাহর মাধ্যমে নয়,বরঞ্চ মুসলিম রাজাবাদশারা আজ রাজত্ব করছেন তাদের অবদানে। রজায়ী ত্বরিকত কমিটির উদ্যোগে শাহজাদা নঈমুদ্দীন রজায়ী ও ইমামুদ্দিন রজায়ীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা কাজি মঈনুদ্দীন আশরাফী। বক্তব্য রাখেন মোজাম্মেল হক হাশেমী, ফেরদৌসুল আলম আল কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে এক লাখ মিটার চরঘেরা জাল পুড়িয়ে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধএক পরিবারে পাঁচ মেধাবী মুখ