উপভোগ করতে জানলেই জীবন সুন্দর

ইশা ছিদ্দিকা ববী | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

আমাদের জীবনটা ছোট কিন্তুু আমাদের চাওয়া-পাওয়া তার পরিমানে অনেক বড়। চাইলে আমাদের সব ইচ্ছে গুলি ঘুড়ি হয়ে উড়তে পারে তবে দূর আকাশটা ছুঁতে পারে না। আমরা ও অবুঝের মতো ধরতে না পাওয়া দূরের আকাশটা পেছনে পড়ে থাকি। আর এক সময় আমাদের জীবনের সময়টুকু পুরিয়ে তৃক্তটাময় স্মৃতি নিয়ে বিদায় জানায় পৃথিবীকে।
আমাদের আকাশ ছোঁয়ার ইচ্ছের পেছনে ছুটে আমরা পরিবার পরিজন থেকে হয়ে যায় পৃথক একসময় হয়ে পরি একা। তখন মনে হয় জীবনাই বৃথা। আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে যদি মন দিয়ে উপভোগ করি। হাতের নাগালের কাছে থাকা প্রিয় মানুষ গুলোর সাথে সময় কাটায় একে অপরের ছোট ছোট ভালোলাগাকে প্রাধান্য দিতে পারি। তখন মনে হয় জীবনটা সুন্দর, মধুর। ঐ দেখা যাওয়া দূর আকাশের বিমানে বসে আকশটা দেখতে ইচ্ছে তো সবার থাকে। কিন্তু, পূর্ণ হয় কয় জনেন। তাই বিমানের পেছনে না ছুটে একটা রিঙা করে এই শহররের চেনা গলিতে না হয় ঘুরে দেখলাম। কোনো নামি-দামি ক্যাপেতে না গিয়ে গোধুলি আলোয় না হয় বারান্দায় পরিবার নিয়ে এক কাপ চা খেলাম। তার মধ্যে যে তৃপ্তি তা আসলেই অন্য কোথাও নেই। নামি-দামি ঐ সব ক্যাপে একটা বার যাওয়ার জন্য কতদিনের টিপিনের টাকা না খেয়ে জমিয়ে রাখে কয়েক ঘণ্টার পথ রিকশা ছাড়া হেঁটে যায়। কিন্তু, বন্ধুদের সাথে পাচঁ টাকার ঝালমুড়ি খেয়ে যে স্মৃতিময় আনন্দ তা কি আর অন্য কোথাও পাওয়া যায়। ঐ নামি-দামি ক্যাপেতে আছে শুধু চকচকে সাজানো ক্ষণিকের মুগ্ধতা। ‘চকচক করলেই সোনা হয় না’ প্রবাদ টি তারই বহিঃপ্রকাশ। তাই কী দরকার চকচকে সে ভালোলাগাগুলোর পেছনে ছোটা। ছুটলে না হয় ছোট ছোট ইচ্ছে, ভালোলাগাগুলোর পেছনে। তাই আমাদের জীবনের ছোট ছোট ভালোলাগাগুলোকে ছুঁয়ে না হয় স্মৃতির একটা এলবামই বানালাম। যার নাম দিলাম না হয় উপভোগ। জীবনের শেষ মুহূর্তটাও না হয় উপভোগ করলাম। বড় বড় দানবের মতো ইচ্ছেগুলোর পেছনে না ছুটে, জীবনের প্রতিটা মুহূর্তকে ছুঁয়ে উপভোগ করতে পারলেই জীবটা সুন্দর।

পূর্ববর্তী নিবন্ধমায়ের তুলনা শুধুই মা
পরবর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়িতে অস্ত্রসহ চার মামলার আসামি গ্রেপ্তার