সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ–এর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান পদটি গত ২৩ জানুয়ারি থেকে শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশন থেকে এখনো এ শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সন্দ্বীপের রাজনৈতিক অঙ্গনে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা দৈনিক আজাদীকে জানিয়েছেন উপজেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে উপজেলা চেয়ারম্যান পদ শূন্য হওয়ার কথা। এদিকে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন রাজনীতিকের নাম। তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। যুদ্ধকালীন সন্দ্বীপের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সন্দ্বীপ হরিশপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সন্দ্বীপ পৌরসভার প্রশাসক হিসাবেও কাজ করেছেন। বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। দলীয় মনোনয়ন পেলে সন্দ্বীপ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে দৈনিক আজাদীকে জানিয়েছেন।
সন্দ্বীপ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন সাবেক মেয়র জাফর উল্যা টিটু। ১৯৮৭ সালে সরকারি কার্গিল স্কুলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে কাজ করেছেন। তখন থেকে সন্দ্বীপের রাজনৈতিক অঙ্গনে দলের গণ্ডির বাইরেও নিজের অবস্থান তৈরি করেছেন সাধারণ মানুষের কাছে। তিনি দৈনিক আজাদীকে জানান, দল যদি তাকে নির্বাচনের জন্য বিবেচনা করে তাহলে তিনি নির্বাচন করবেন।
এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মগধরা ইউনিয়ন পরিষদে দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দৈনিক আজাদীকে তিনি জানান, উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আরো বৃহত্তর পরিসরে সন্দ্বীপের মানুষের জন্য কাজ করতে আগ্রহী।
সদ্য প্রয়াত মাস্টার শাহজাহান বিএ–এর মেজো ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদিম শাহ আলমগীরও দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে জোর আলোচনায় আছেন। আসন্ন উপনির্বাচনে পিতা মাস্টার শাহজাহান বিএর জনপ্রিয়তাকে কাজি লাগিয়ে তিনি এগিয়ে যেতে চান। মনোনয়ন দৌঁড়ে উতরে গেলেও অবাক হওয়ার কিছু নেই বলে মনে করেন সন্দ্বীপবাসী।
সম্প্রতি সন্দ্বীপে দলীয় ও সামাজিক অনুষ্ঠানে বিশিষ্ট দানশীল ও সমাজ সেবক ইউএসএ প্রবাসী নুরুল ইসলাম নজরুলের সরব উপস্থিতি দেখে রাজনৈতিক অঙ্গনে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তার নামও আলোচিত হচ্ছে। তিনি সন্দ্বীপের বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত। নিউইয়র্কের ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল এক প্রশ্নের জবাবে দৈনিক আজাদীর কাছে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানাননি।
এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আরো যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে অন্যতম হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহসভাপতি লায়ন মিজানুর রহমান এবং মাস্টার শাহজাহান বিএর বড় ছেলে শিক্ষাবিদ ইকবাল হোসেন।
চেয়ারম্যান পদে উপনির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন দৈনিক আজাদীকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণা হলে দলীয় ফোরামে চেয়ারম্যান পদে কাকে মনোনয়ন দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিবে উপজেলা আওয়ামী লীগ। তবে এসব নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনও আলোচনা হয়নি। তিনি আরো জানান, দল চাইলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।