চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীকের সাথে ফ্রেন্ডস ক্লাব সদস্যদের এক মতবিনিময় সভা গতকাল ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রাক্তন সভাপতি বর্তমান উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক বলেন বদলে যাওয়া সময়ে দেশের অন্যান্য অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনও সংষ্কার করা হবে। বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। জীবন যৌবন উৎসর্গ করে যে সব নিবেদিত সংগঠক ক্রীড়াঙ্গনকে সজীব রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন তাদের মতামত নিয়েই ক্রীড়াঙ্গন সংস্কার করা হবে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব স্ব–মহিমায় এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ফারুক–ই–আজম বীর প্রতীক।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের নোমান সুফিয়ান, শ্যামাপ্রসাদ চৌধুরী, মান্না মজুমদার, জাহাঙ্গীর হোসাইন, এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মাহমুদুর রহমান মাহাবুব। সভা সঞ্চালনা করেন ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর।