জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ বাফুফের নিকট বরাদ্দ প্রদান বাতিলের দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠকবৃন্দ। গতকাল ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ক্রীড়া সংগঠকবৃন্দের পক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এম এ আজিজ স্টেডিয়াম মাঠ বাফুফেকে বরাদ্দ বাতিলের বিষয়ে উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় ফারুক ই আজম মহোদয় প্রধান উপদেষ্টার বরাবরে উক্ত স্মারকলিপি প্রেরণের যথাযথ ব্যবস্থা গ্রহণসহ এ ব্যাপারে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ আবুল বশর, এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, সৈয়দ সাহাব উদ্দিন শামীম, আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাংগীর, দৈনিক পূর্বকোণ পত্রিকার পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল করিম কচি, সিজেকেএস কাউন্সিলর হারুন রশিদ, মাহমুদুর রহমান মাহবুব, আলী হাসান রাজু প্রমুখ।