উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ মাহমুদ

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে ফেসবুকে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রসঙ্গে এ কথা বলেন উপদেষ্টা আসিফ।

ফেসবুকে তিনি লিখেছেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। খবর বাংলানিউজের।

গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একান্ত সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। এ সময় সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না।

পূর্ববর্তী নিবন্ধসাইবার আইনে সারজিস আলমের মামলা
পরবর্তী নিবন্ধ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার