উপজেলা হতে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের রিপোর্টিং ২২ জানুয়ারি

| সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা (অনূর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্ট হতে বাছাইকৃত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। এ লক্ষ্যে চূড়ান্ত বাছাইয়ের জন্য নিম্নে উল্লেখিত খেলোয়াড়দের আগামী ২২ জানুয়ারী শনিবার সকাল ১১ টার মধ্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস ফুটবল সম্পাদকের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। বয়স যাচাইয়ের জন্য যথাযথ প্রমান দাখিল করতে হবে।
সাতকানিয়া উপজেলা: শাহেদুল ইসলাম, মোহা. রিহান উদ্দীন, মো. আনজাম, সাবিত বিন জাফর। বাঁশখালী উপজেলা: জয়নাবুল হক রাকিব, মো. হাসান, সাইয়িদ হাসান কাফি, আরফাতুল ইসলাম। লোহাগাড়া উপজেলা: মো. ইমন, মো. ফরিদ উদ্দিন, আবু হানিফ মো. নোমান, মো. সাকিব হাসান। চন্দনাইশ উপজেলা: মাহমুদুর রহমান, কানুন ইসলাম, মাহিনুর ইসলাম রিপন, ইমতিয়াজ চৌধুরী তাহিন। পটিয়া উপজেলা: শহিদুল ইসলাম, রুবেল করিম, মারুফ হোসেন। কর্ণফুলী উপজেলা: মো.ওয়াজিদুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল আলীম রাকিব। বোয়ালখালী উপজেলা: শাহাদাত হোসেন, ইয়াসিন আরাফাত, সাফায়াত হক, মো. হাসান, নিশান রানা, শিহাবুর রহমান। আনোয়ারা উপজেলা: ওমাইর হাসিব, সোহেল রানা সাকিব। সন্দ্বীপ উপজেলা: রাকিবুল হাসান সাইমন, আমির হোসেন, আলী মোবারক, মো. ফাহাদ, রবিউল মাওলা রকি, আল আমিন হোসেন, সাদীপ, মো. আল আমিন। মিরসরাই উপজেলা: মাহমুদ হাসান শ্রাবণ, মেহেদী হাসান সাইদ, সাইদুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, বাবর আল নুর, আরমান হোসেন। সীতাকুন্ড উপজেলা: মো. রিফাত উদ্দীন, সাম কুমার দাশ। ফটিকছড়ি উপজেলা: রবিউল হাসান মারুফ, মেজবা উদ্দিন রিয়াদ, মো. রাসেল হাসান, মিসকাত মামুন মহি, আব্দুল হাকিম, ওমর ফারুক মুবিন, মোবারক হোসেন, মেহেদী হাসান। হাটহাজারী উপজেলা: তিলক মহাজন, জোনায়েদ, কৃষ্ণা দাশ, মোহাম্মদ জামশেদ, ফয়সাল, মো. রিয়াদ, মোহা. মোরশেদ। রাঙ্গুনীয়া উপজেলা: সৈকত, ইমরান। রাউজান উপজেলা: আবির, মো. নাসির উদ্দীন, মোবারক।

পূর্ববর্তী নিবন্ধসংরক্ষিত হলো শাহ আবদুল করিমের ৪৭২ গান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু