উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটিকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি

প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন। গত রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে উক্ত স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৮ সালে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি সৃষ্টির পর ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষক ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত হলেও দীর্ঘ ৩০ বছরে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত থেকে গেছে। তাই উক্ত পদটিকে ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল রায়হান রাশেদ, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ কাউসার, লায়লা বিলকিস, আশীষ ধর, মো. ইলিয়াস, রঞ্জন ভট্টাচার্য, প্রবীর কুমার চৌধুরী, বিষু দে, শাহেদা বেগম, সৈয়দা আমাতুল্লাহ আরজু, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ আল নোমান মৎস্য খাতের উন্নয়ন ও সমপ্রসারণে ভূমিকা রেখেছিলেন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বাইক চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা