উপজেলা পর্যায়ে মাত্র ১৫ দিনের জন্য শুরু টিসিবির ট্রাকসেল

মহানগরীতে ৪ মাস ধরে বন্ধ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হলেও বন্ধ রয়েছে উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেল। গত আগস্ট মাস থেকে নগরীতে টিসিবির ট্রাকসেল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উপজেলা পর্যায়ে ১৫ দিনের জন্য টিসিবির ট্রাকসেল (সবার জন্য উন্মুক্ত) শুরু হয়েছে বলে জানান টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিস থেকে জানা যায়, গত আগস্ট মাস থেকে নগরীর ৪১ ওয়ার্ডে টিসিবির উন্মুক্ত পদ্ধতির ট্রাকসেল কার্যক্রম বন্ধ রয়েছে। নগরীতে এখনো পর্যন্ত মাত্র ৬১ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছেন বলে জানা গেছে।

টিসিবি সূত্রে জানা গেছে, যারা টিসিবির ফ্যামিলি কার্ড পাননিসরকার তাদের জন্য উন্মুক্ত পদ্ধতিতে ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চালু করেছিল সারাদেশে। টিসিবির প্রতিটি ট্রাকের সামনে যে কেউ লাইনে দাঁড়িয়ে পণ্য নিতে পারতেন। গত জুলাই পর্যন্ত চট্টগ্রামেও প্রতিদিন ২৫টি পয়েন্টে ট্রাকসেলে সর্ব সাধারণের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হতো। গত ২৫ আগস্ট থেকে তা বন্ধ হয়ে গেছে। ট্রাকসেল থেকে নগরীর গরীবঅসহায় যেসব মানুষ ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে সরকারের ন্যায্যমূল্যের এসব নিত্যপণ্য নিতে পারততারা এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষের দাবিতাদের জন্য ট্রাকসেল আবার চালু করা হোক।

এই ব্যাপারে টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, উপজেলা পর্যায়ে গত ১৫ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন ৩টি উপজেলায় ৪টি করে এবং ১টি উপজেলায় ১টি করে উন্মুক্ত ট্রাকে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে প্রতিদিন মোট ১৩টি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে নগরীতে উন্মুক্ত ট্রাকসেল (সবার জন্য উন্মুক্ত) কার্যক্রম বন্ধ রয়েছে। নগরীতে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের নভেম্বর মাসের পণ্য দেয়া হচ্ছে। তবে চলতি নভেম্বর মাস থেকে টিসিবি পণ্য তালিকায় নতুন যে পাঁচটি পণ্য যুক্ত হওয়ার কথা ছিল সেগুলো যুক্ত হয়নি। শুধুমাত্র চাল, ডাল, তেল ও চিনি দেয়া হচ্ছে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এরমধ্যে এখন পর্যন্ত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছেন মাত্র ৬১ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার। উপজেলা পর্যায়ে কার্ড গুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নগরীর কার্ডগুলো হতে দেরি হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও ভাইসহ কয়েকজনের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধগুপ্ত সংগঠনের লোকজনকে দিয়ে একটি মহল মশাল মিছিল করছে