বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিএনপিকে তৃণমূল থেকে সুসংগঠিত ও শক্তিশালী করার অংশ হিসেবে আগামী ৮০ দিনের মধ্যে উত্তর জেলার আওতাধীন ৭ উপজেলা ও ৯ পৌরসভা বিএনপির সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে আগামী বছরের জানুয়ারিকে সম্মেলনের মাস ঘোষণা করা হযেছে।
গোলাম আকবর খোন্দকার আরো বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে উত্তর জেলার প্রতিটি উপজেলা পৌরসভা বিএনপির সম্মেলন সম্পন্ন করতে হবে। তিনি গতকাল শনিবার নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং ৭ উপজেলা ও ৯ পৌরসভা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবদের যৌথ সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন।
সিনিয়ের যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, অ্যাডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শহীদুল ইসলাম চৌধুরী, ডা. কমল কদর, সদস্য সচিব আবু হামেদ হাসনাত, আনোয়ার হোসেন, জহির আজম চৌধুরী, আলমগীর ঠাকুর, কাজী মহিউদ্দিন, গাজী নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জাকির হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, জাকের হোসেন, দিদারুল আলম মিয়াজ, মোবারক হোসেন কাঞ্চন, মাহাবুব সাফা, এজাহার মিয়া, নিজাম উদ্দিন কমিশনার, আব্দুস সালাম, ইফতেখার উদ্দিন খান, অহিদুল আলম, শাহানেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, জাহেদ হোসেন, সালেহ আহাম্মেদ সলু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বুকলেট ও লিফলেট উত্তর জেলার বিভিন্ন উপজেলা এবং পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












