উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করতে সন্দ্বীপে কর্মশালা

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ শীর্ষক কর্মশালা গত ১১ এপ্রিল সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমা।

সিনিয়র সহকারী জজ সদর চট্টগ্রাম আরফাতুল রাকিবের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সাউদ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ, সন্দ্বীপ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোছাইন ও সিনিয়র সহকারী জজ মো. তৈয়ব উদ্দিন। বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিক উদ্দিন ও গাছুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম।

বক্তারা সন্দ্বীপ উপজেলার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার প্রয়াসে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয় করার ওপর জোর দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূজপুর কৃষকদলের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধভারত থেকে এলো আরও ৩৬ হাজার মেট্রিক টন চাল