চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, আমি বিজয়ী হলে বঙ্গবন্ধু ও আ’লীগের এ নৌকা আমানত রক্ষায় কাজ করবো। বিগত পাঁচ বছরে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এ পাঁচ বছরে উপজেলায় ৫ টাকার অনিয়ম করিনি। আগামীতেও এর ব্যত্যয় হবে না।
গতকাল সোমবার নৌকা প্রতীক পেয়ে পটিয়ায় এলে উপজেলা আ’লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এর আগে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন এলাকা থেকে গাড়িবহর নিয়ে পটিয়ার শান্তির হাট ও উপজেলা চত্বরে সংবর্ধিত হন তিনি। সংবর্ধনা সভায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মোতাহেরুল ইসলাম চৌধুরী।
গণসংবর্ধনায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, প্রদীপ দাশ, মোসলেম উদ্দিন মনছুর, অ্যাডভোকেট জহির উদ্দিন, আ ম ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রণি, বোরহান উদ্দিন, মোহাম্মদ ফারুক, খোরশেদুল আলম, গোলাম ফারুক ডলার, অ্যাডভোকেট আবদুর রশিদ, অধ্যাপক হারুনুর রশিদ, মোজাহেরুল আলম চৌধুরী, একেএম আবদুল মতিন চৌধুরী, মাস্টার সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম, ড. জুলকারনাইন চৌধুরী জীবন, পৌর মেয়র আইয়ুব বাবুল, সেলিম নবী, নাছির উদ্দিন, প্রকৌশলী মনির উদ্দিন, হাবিবুল হক চৌধুরী, আলমগীর আলম, এমএনএ নাছির, জমির উদ্দিন, প্রজ্ঞাজ্যোতি চৌধুরী লিটন, এমএ রহিম, চেয়ারম্যান আবুল কাসেম, এমএ হাশেম, শাহীনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, এহসানুল হক, বখতিয়ার উদ্দিন, রনবীর ঘোষ টুটুন, জাকারিয়া ডালিম, আ ন ম সেলিম, কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা, সরোয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, শফিউল আলম, জসিম উদ্দিন, ইয়াসমিন আকতার, বুলবুল আকতার।