চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার অভিজাত গ্রান্ড মাশাবি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লোহাগাড়া আধুনিক হাসপাতালের বেবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসাইন।
কোন রোগীকে যেন গাড়ি ভাড়া দিয়ে শহরে গিয়ে চিকিৎসা নিতে না হয়, গাড়ি ভাড়ার টাকায় যেন উপজেলায় উন্নত চিকিৎসা পাওয়া যায় সেই ধরনের উন্নত বেবস্থাপনা রাখার জন্য তাগিদ দেন এবং গ্রামের রোগীরা এসে কোন ধরনের হয়রানির শিকার হচ্ছে কিনা, কোন হাসপাতাল তাদের অবেবস্থাপনার জন্য কোন রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সকলের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। লোহাগাড়ার সকল শ্রেণি পেশার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপজেলার প্রাইভেট হাসপাতালের দায়িত্বরত ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।