উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই

আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আমাদের পৃথিবীটা পরিবেশ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে। আমাদের বাসস্থান একটাই। বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করেই বঙ্গবন্ধু ৫২ বছর আগে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়, গাছ সেখান থেকে উপকূলীয় মানুষের রক্ষা করে। প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন, পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করি। গতকাল শনিবার ‘সবুজে সাজাই দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে আনোয়ারা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী। ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া এশাতুল উলুম মাদরাসায় অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধঢাকায় জলাবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু