উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাঙর’ সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। সিনেমাটি নির্মাণ করেছেন তন্ময় সূর্য। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। খবর বিডিনিউজের।
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার ফাস্ট লুক টিজার ও পোস্টার। টিজারে অ্যাকশন অবতারে পাওয়া গেছে প্রমোদকে। সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ কুয়াকাটায় হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সূর্য।
তিনি গ্লিটজকে বলেন, সমুদ্র, নদীবন্দর ও উপকূলীয় জনপদের পটভূমিতে নির্মিত সিনেমায় বাস্তবধর্মী গল্প তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে অপরাধজগতের অন্ধকার দিক, ক্ষমতার লড়াই এবাং সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়। নির্মাতা বলেন, বাস্তবতা ও ভিজ্যুয়াল স্কেল ধরে রাখতে’ কুয়াকাটা ও বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে টানা ২২ দিন সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। কুয়াকাটার সমুদ্র, জেলে পল্লী ও প্রাকৃতিক পরিবেশ চলচ্চিত্রটির গল্প ও আবহকে আরও শক্তিশালী করে তুলেছে। ‘হাঙর’ সিনেমায় নেপালি অভিনেতাকে কীভাবে যুক্ত করলেন এমন প্রশ্নে সূর্য বলেন, চার–পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়ে প্রমোদকে দেখেছিলাম। সেসময় তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্নাসহ অনেকে। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হয়েছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে। সূর্য জানিয়েছেন, সিনেমাটির ট্রেইলার, গান ও অন্যান্য প্রচারমূলক কার্যক্রম শিগগিরই প্রকাশ করা হবে।












