উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিতের দাবি

চকরিয়ার বদরখালীতে মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সাগরের তলদেশ ও মাতামুহুরী নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সাগরের লবণাক্ত পানি উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর পানির অধিকার ক্ষুণ্ন করেছে এবং মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করা, এলাকাভিত্তিক বড় বড় পুকুর-খাল-জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং খাস জমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানিয়েছে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী এলাকার যুব, নারী, পুরুষসহ পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উদযপান উপলক্ষে গতকাল শনিবার চকরিয়ার বদরখালী-মহেশখালীস্থ মাতামুহুরী সেতু চত্বরে ‘পানি অধিকার মানবাধিকার, উপকূলীয় সকল মানুষের পানি অধিকার নিশ্চিত কর’ প্রতিপাদ্য নিয়ে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইএসডিই বাংলাদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রাণ এবং একশন এইড বাংলাদেশ আয়োজিত উপকূলজুড়ে পানি অধিকার প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা উপরোক্ত দাবি জানান।

আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক মহিউদ্দীন কাদের অদুল, বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনজুর কাদের, যুব নেতা ইশরফ আলী ভুট্টো, জালাল উদ্দীন, আইএসডিই বাংলাদেশ’র উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ আল ফাহিম, সাদিয়া সুলতানা, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সুপেয় পানির সংকটের কারণে উপকূলের মানুষ নানা সমস্যায় পড়ছেন। কৃষি উৎপাদন, গবাদি পশু পালন, খাবার পানি, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারের ফলে অনেকেই উচ্চ রক্তচাপে ভুগছেন। নারীদের ক্ষেত্রে খিঁচুনি, জরায়ুর সমস্যাসহ গর্ভবতী নারীদের বিবিধ ঝুঁকি বাড়ছে। দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত শ্রমঘণ্টা ব্যয় হচ্ছে, আবার নিপীড়নের শিকারও হচ্ছেন অনেকেই।

পানি কিনে খেতে গিয়ে পরিবারগুলোতে অর্থনৈতিক চাপ বাড়ছে। এ বছর শীত শুরুর সাথে সাথে পানির সংকট আরো ঘনীভূত হওয়া শুরু হয়েছে। তাই উপকূলীয় এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে জরুরিভাবে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি সংকটকে জরুরি বিবেচনায় নিতে জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ তথা সুপেয় পানি অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ এসডব্লিউএসের ফ্রি চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধবাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তিন লেখকের সংবর্ধনা