উপকূলীয় এলাকায় যুবলীগের ত্রাণ বিতরণ

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে উপকূলীয় জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় এ যুবলীগ নেতা জানান, ‘মোখা’র মোকাবিলায় ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুফিউর রহমান টিপু, মো. ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মো. সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, সাদ্দাম হোসেন জয়, মো. মাসুম, হেলাল উদ্দিন, শাওন রহমান, এনাম উদ্দিন, আব্দুল মোতালেব রানা, মঈনুদ্দিন রুবেল, কাউসার, মো. রাজু, আকবর জুয়েল, মহিম ইসলাম রায়হান, মো. হাসিবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের উপকূলীয় এলাকা পরিদর্শন
পরবর্তী নিবন্ধপটিয়ায় সিএনজি চালকের বসতঘর ভাংচুরের অভিযোগ