নগরীর জপমালা রানী ক্যাথিড্রালের আর্চ বিশপ হাউজের চ্যাপেল করিডোরে আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হল গাব্রিয়েলের ফুল ফিগার স্টোন কাস্ট ত্রিমাত্রিক প্রতিকৃতি ভাস্কর্য। গত ২৭ মে ভাস্কর্যটি উন্মোচিত হয়েছে। চট্টগ্রাম ধর্মপ্রদেশের কোন চ্যাপেলে এই প্রথম এঞ্জেল গ্যাব্রিয়েলের দৃষ্টিনন্দন ভাস্কর্যের প্রতিস্থাপন এটি। ভাস্কর্যটি বিশপ হাউজের চ্যাপেল করিডোরে সার্বক্ষণিক প্রদর্শিত হবে। বাইবেলে বর্ণিত পৌরানিক চরিত্র গাব্রিয়েলের ভাস্কর্যটি টানা দুই মাস কাজ করে নির্মাণ করেন ভাস্কর ডি কে দাশ মামুন। উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন-প্রফেসর রেভারেন্ট ফাদার জসেফ জীবন গোমেজ (সুহৃদ), অধ্যাপক উপানন্দ মহাথের, রাজনীতিক হাবিবুর রহমান হাবিব, দেবব্রত দে দেবু, সুখময় চক্রবর্তী, তাজুল ইসলাম রাজু, প্রশান্ত কুমার বড়ুয়া, মোশারফ হোসেন খান রুনু, মুকুল শিকদার, লক্ষণ রায়, মোহাম্মদ আকতার হোসেন, রুপা রায়, মো. রাকিব, ভাস্কর সজিব মিত্র প্রমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন, শিল্পী বৃষ্টি দাশ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।