বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সারাদেশের বাউবি প্রধান কার্যালয়, আঞ্চলিক কেন্দ্র, উপ আঞ্চলিক কেন্দ্রে এক যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মো. ফরিদুল আলমের পরিচালনায় কেন্দ্রে জাতীয় পতাকা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক হেলাল উদ্দিন পাটোয়ারী, বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ খান, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশারাফুল ইসলাম সাকিল, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, বিএ/বিএসএস প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মেহরাজ, সহ অর্থ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।
চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মো. ফরিদুল আলম তার বক্তব্যে বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কিছু সময়ের পর থেকে এর সঙ্গে দীর্ঘ ৩২ বছর জীবন পার করে এসেছি। এই সময় দিনকে দিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে পরিণত হতে দেখে আসছি।
আমার স্বপ্ন বাউবি একদিন একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
বক্তব্যে ‘ডাক দিয়ে যাই’ নেতা পারভেজ খান বলেন, বাউবি প্রতিষ্ঠা হয়েছে বলেই আজকে ঝরে পড়া শিক্ষার্থীরা নতুন করে পড়ালেখা করার সুযোগ পেয়েছে। বাউবির কার্যক্রম বৃদ্ধির জন্য বাউবি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অরাজনৈতিক সংগঠন ডাক দিয়ে যাইও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












