আজীম শরীফ–রওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে নবীন মেলার উদ্যোগে আগামী ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ চন্দনপুরা সাফা আর্কেড কম্যুনিটি সেন্টারে এক উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্কুল কলেজের ছাত্র /ছাত্রীদের জন্য আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের নবীন মেলার রহমতগঞ্জস্থ কার্যালয়ে যোগাযোগ করে আগামী ১০ জানুয়ারির মধ্যে নাম এন্ট্রি করতে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











