চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী সিজেকেএস উম্মুক্ত চুকবল প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২২ ফেব্রুয়ারি সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে অংশগ্রহণ নিতে ইচ্ছুক চুকবল খেলোয়াড়দের আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর-২ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমন্যাশিয়ামে উপস্থিত হয়ে নাম তালিকাভুক্ত করার জন্য সিজেকেএস চুকবল কমিটির সম্পাদক মো. শাহীন সরওয়ার (০১৮১৯-৩১১৫৯৬) অনুরোধ জানিয়েছেন।
এদিকে সিজেকেএস চুকবল লিগ আগামী ০২-০৫ মার্চ সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। এ লিগে অংশগ্রহনেচ্ছুক সিজেকেএস অনুমোদিত ক্লাব/সংস্থা সমূহকে আগামী ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে অংশগ্রহণের সম্মতিপত্র স্ব স্ব ক্লাব/সংস্থার প্যাডে যোগাযোগের মোবাইল নং সহ সিজেকেএস কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।