উন্নয়ন-সমৃদ্ধিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আহ্বান

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সভা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-সমৃদ্ধিতে সকলকে কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বক্তব্য দেন, উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, চবি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মনজুরুল আলম, চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী। সঞ্চালনা করেন, চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় : বঙ্গবন্ধু এমন একটি দেশ চেয়েছিলেন, যে দেশ কারো কাছে মাথা নোয়াবে না, বাংলাদেশ সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে তিনি প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন, চমেবি উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। চমেবির উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ড. মনোয়ারুল হক শামীম ও পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরীন সুলতানা, বিআইটিআইডির উপ পরিচালক ডা. বখতিয়ার আলম ও সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ, আলাউদ্দিন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুয়েট : চুয়েটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষে কাউন্সিল কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য। অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ড. সুনীল ধর, ড. মো. মইনুল ইসলাম, ড. মোহাম্মদ মশিউল হক, ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।
মুক্তিযোদ্ধাসংসদ জেলা ইউনিট কমান্ড : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবন কার্যালয়ে কমন্ডার এ কে এম সরোয়ার কামালের সভাপতিত্বে গতকাল সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সাধন চন্দ্র বিশ্বাস, রেদওয়ানুল হক, উদয়ন নাগ, আব্দুল বায়েছ, মাহাবুবুল মাওলা, হাবিবুল্লাহ বাহার, মো. সেলিম, এনায়েত হোসেন, আব্দুল বাতেন, একরামুল হক, আলাউদ্দীন, হেফজুল মাওলা, মো. রফিকুল্লাহ, মো. ফোরকান উদ্দীন, শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ।
সিভাসু : সিভাসুতে গতকাল সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন ফিশারিজ অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এম এ লতিফ এমপি : বঙ্গবন্ধুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এম এ লতিফ এমপির উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ লতিফ এমপি। সফিউর রহমান টিপু সঞ্চালনায় বক্তব্য দেন, কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, আব্দুল আজিজ মোল্লা, সেলিম রেজা, সালাউদ্দিন ইবনে আহমদ, মো. ফরিদ আহম্মদ, জাহিদুল আলম মিন্টু, দেবাশীষ পাল দেবু প্রমুখ।
ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। গতকাল সোমবার এতে কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, আনাম জুয়েল, কামরুল ইসলাম রাসেল, বশির আহমেদ,সাঈদুর রহমান সাকিল, আব্দুল্লাহ আল নোমান, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তর জেলা মৎস্যজীবী লীগ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উত্তর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা এম হারুন অর রশিদের সভাপতিত্বে ও এম শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, বাবুল রায় চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, রিমন মুহুরী প্রমুখ।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন সিডিএ বোর্ড সদস্য এম আর আজিম। বক্তব্য দেন, মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, আলী রেজা পিন্টু প্রমুখ।
মহানগর মহিলা আওয়ামী লীগ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় বক্তব্য দেন, মালেকা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, রুখসানা আক্তার প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা। চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন মো. খোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, চেয়ারম্যান অ্যাডভোকেট বদরুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিসমূহের মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও পংকজ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কে বি এম শাহজাহান। প্রধান বক্তা ছিলেন, সাদেক হোসেন চৌধুরী পাপ্পু। বক্তব্য দেন, মনোয়ার জাহান মনি, সামশেদ খোকন, সাধন দাশ, এনামুল হক, বেলাল হোসেন, এম এ এইচ মানিক প্রমুখ।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা : রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী আসলাম খান।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটিতে উপজেলা আওয়ামী লীগ দলিয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বক্তব্য দেন, আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, নুরুল আবছার, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, সারজু মোহাম্মদ নাসের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, জাহাঙ্গীর সুমন, শওকত হোসেন, আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্বা ইউছুপ খান চৌধুরী প্রমুখ।
মহানগর যুবলীগ : মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মহিউদ্দন বাচ্চুর সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন খোকার পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহাম্মেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের টিকা কার্যক্রম
পরবর্তী নিবন্ধসরকার সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে