আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন গতকাল চট্টগ্রামে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শিশুকিশোর সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল–প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ, ছাত্রলীগের পক্ষ থেকে ফলদ ও বনজ গাছের চারা রোপণ।
মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুসাফির খানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, শেখ হাসিনার জন্ম হয়েছে বলেই বাংলাদেশ পাপমুক্ত হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, শেখ হাসিনা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে ছাত্রনেত্রী হিসেবে আবির্ভূত হলেও কখনও ভাবেননি তিনি দেশ ও জাতির কাণ্ডারী হবেন। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে। তিনি সফলই শুধু হননি সারাবিশ্বে উন্নয়নের মডেল হিসেবে অভিষিক্ত হয়েছেন এবং মানবতার মাতা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। তাই বাঙালি তাকে নিয়ে শুধু গর্বিত নয়, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। উপস্থিত ছিলেন নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম রেজাউল করিম চৌধুরী, এম এ রশীদ, আবদুছ সালাম, সফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুসাফির খানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাজী জোবায়ের হোসাইন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে সভায় তিনি বলেন, উন্নয়ন, শান্তি, মানবতার এক আলোকিত নাম শেখ হাসিনা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নাম শেখ হাসিনা। দেশ ও জনগণের প্রতি তার ভালবাসার কোন কার্পণ্য নেই। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শেখ হাসিনা সেরা রাষ্ট্র নায়কের অভিধা নিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন। বক্তব্য দেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, এম এ সাঈদ, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, শাহাজাদা মহিউদ্দিন, অ্যাড. মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, শামীমা হারুন লুবনা, আ ম ম টিপু সুলতান চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চৌধুরী মো. গালিব, নুরুল হাকিম, আতিকুর রহমান চৌধুরী, শাহিদা আক্তার জাহান, এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান এম এ সালাম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব–পরিবারে নৃশংস ভাবে হত্যা করার পর মুজিবাদর্শ মুছে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিশ্বনেত্রী শেখ হাসিনা না থাকলে তা রোধ করা কঠিন হয়ে যেতো। গতকাল সোমবার দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জসিম উদ্দিন শাহর সঞ্চলনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য দেন, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। বক্তব্য দেন, অধ্যাপক মো. মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, দেবাশীষ পালিত, মহিউদ্দিন বাবলু, বখতেয়ার সাঈদ ইরান, দিলোয়ারা ইউছুফ, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ। সভার আগে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ : শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে গতকাল সোমবার মিউনিসিপাল মডেল স্কুলের মাঠে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আখতারুজ্জামান রুমেলের সভাপতিত্বে ও শাহা আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, শফর আলী, শেখ মো. ইসহাক, নোমান আল মাহমুদ, মো. বেলাল আহমেদ, মো. ঈশা, রায়হান ইউছুপ, আবদুল মন্নান ফেরদৌস। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সিটি কলেজ জামে মসজিদেরর ইমাম হাফেজ মাওলানা মোহাম্মাদ খকরুল।
গোলপাহাড় পরিচালনা পরিষদ : শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোল পাহাড় মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন পুরোহিত সুমন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন, অ্যাড. সুনীল সরকার, মাইকেল দে, কাজল কান্তি দেব, সৌমিত্র চক্রবর্তী, নিহার মল্লিক, বিপ্লব মিত্র, রাজীব দত্ত রিংকু, দেবাশীষ নাথ দেবু প্রমুখ।