উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ঠিকাদারদের তাগিদ

পেকুয়ায় এমপি জাফর আলম

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম গত দুইদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে। জনদুর্ভোগ লাঘবে এ সময় এমপি এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার উপর তাগিদ দেন সংশ্লিষ্ট ঠিকাদার এবং দপ্তরের কর্মকর্তাদের প্রতি।
এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানান, উপজেলার রাজাখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খয়রাতি রোডের কাজীর মার্কেট থেকে রায় বাপের পাড়া পর্যন্ত এবং ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় হতে রায় বাপের পাড়া ফজল কাদেরের বাড়ি পর্যন্ত (স্কুলরোড) প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ও রাজাখালী সবুজ বাজার হতে আরবশাহ বাজার পর্যন্ত এলজিইডি সড়কের দুই পাশে ৩০ লক্ষ টাকা ব্যয়ে মাটি দ্বারা উন্নয়ন কাজ পরিদর্শন করেন এমপি। তিনি আরো জানান, অপরদিকে কক্সবাজার শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে ৮ কোটি টাকা ব্যয়ে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এমপি জাফর আলম।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, টৈইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকানু শাহ’র (রহ.) বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধনৌকার প্রার্থীকে জয়ী করার আহ্বান