চট্টগ্রাম অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে শোভন কর্মসংস্থানের ওপর নজর দেয়া জরুরি হয়ে পড়েছে। এ দাবি উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর পক্ষ থেকে আয়োজিত জাতীয় উন্নয়নে অঙ্গীকার : শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক আঞ্চলিক সংলাপে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো ইত্যাদি নানা দিকে গুণগতমানের দিকে চট্টগ্রাম অঞ্চলে নজর বাড়াতে হবে। ইপসা, চট্টগ্রাম এবং ইউএনডিইএফের সহযোগিতায় সিপিডি সংলাপটি গতকাল শনিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সংলাপে সভাপতিত্ব করেন। তিনি বলেন, গত পাঁচ দশকে অর্থনৈতিক, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ বিভিন্ন সূচকে উন্নতি হয়েছে। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো ইশতেহার তৈরিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে। কিন্তু ইশতেহার কতটুকু বাস্তবায়িত হল, জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পৃক্ততা কতটুকু এবং জনগণের ইশতেহার তৈরিতে দায়িত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নজর দেওয়া আবশ্যক।
বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, জনগণকে আরো সচেতন করে তুলতে হবে। তিনি গঠনমূলক সমালোচনার উপরে জোর দেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান বলেন, উন্নয়নের ক্ষেত্রে গুণগতমানের দিকটিকে অবশ্যই দেখতে হবে, তা না হলে গুটিকয়েক মানুষের জন্য উন্নয়নের সুবিধা আটকে থাকবে।
সংলাপে সম্মানিত বক্তা ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ড. জ্যোতি প্রকাশ দত্ত। তিনি বলেন, ইশতেহারে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন থাকলেও তা বাস্তবায়ন হয় না।
শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম বলেন, শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং পরীক্ষামুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। চবি অধ্যাপক ড. ফরিদুল আলম বলেন, চট্টগ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে না যার ফলে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছে। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরী বলেন, বৈষম্যের দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখা উচিত। উন্নয়ন প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ করতে হবে।
সূচনা বক্তব্য দেন, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।