চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা গেলে দেশের উন্নয়নের সঠিক চিত্র দৃশ্যমান হবে। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অনেক প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ জলবায়ু নিয়ন্ত্রণে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তিনি এলআইইউপিসিপির সকল কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৯নং ওয়ার্ডে বিজয় নগর (২নং ঝিলপাড়) সিডিসির সদস্যদের সাথে মতবিনিময় ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো তহবিলের আওতায় ড্রেনের কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং ইউএনডিপি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানের ডাইরেক্টর জুডিথ হারবার্টসন বলেন, চট্টগ্রাম পাহাড়, নদী ও সাগর বেষ্টিত সুন্দর প্রাকৃতিক একটি নগরী। এই নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছি এতে চসিকের সহযোগিতা পেয়েছি। অনুষ্ঠানে সুদীপ্ত মুর্খাজী, প্রকল্প পরিচালক এবং এলআইইউপিসি ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আব্দুল মান্নান, উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।