উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: অধ্যাপক মাহমুদুল

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ও ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয় কোন অপশক্তি ঠেকাতে পারবেনা। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত উন্নয়নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবারের নির্বাচনে জামায়াত জোটের পক্ষে ভোট বিপ্লব হবে। তাই এলাকার সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, এলাকার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত আনোয়ারাকর্ণফুলী গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের ভোট প্রার্থনা করছি। গতকাল উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার প্রচারপ্রচারণা ও গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াত আমীর মাস্টার আব্দুল গনি, সেক্রেটারি আবুল হাছান খোকা, বাইতুল মাল সেক্রেটারি মাস্টার মোঃ শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারী আব্দুস সবুর, আশরাফ উদ্দিন চৌধুরী কুসুম, সাদ্দাম হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদরবারে কামালিয়ায় ওরশ শরীফ
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা চৌধুরী বেলায়েত আলীর ইন্তেকাল