জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় শেখ হাসিনার সরকারের আমলে বিগত ১২ বছরে প্রায় চার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। উপজেলা, ইউনিয়ন, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক নির্মাণ, ব্রিজ-কালভার্ট, সুপেয় পানির জন্য নলকুপ স্থাপন, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন নির্মাণ, গ্রামীণ স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক, ওয়াশ ব্লক স্থাপন, স্ট্রিট লাইট ও সোলার স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে এলাকায় বিভিন্ন পর্যায়ে নৌকার জনপ্রতিনিধিদের নির্বাচিত করার মাধ্যমে উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলার ভাটিখাইনে ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে শহিদ আবদুল বারেক সড়কের উন্নয়ন কাজের উদ্বোধকালে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার, সাবেক চেয়ারম্যান জাফর আহমদ, ইউনিয়ন আ. লীগ সভাপতি মো. জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. আলী, উত্তম কুমার দে, আবদুল মন্নান প্রমুখ।