চট্টগ্রাম লেডিস ক্লাবের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাঙালি জাতির সাফল্যের কাহিনী বিশ্ববাসীকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি। কেননা যোগ্য সন্তানরাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। এজন্য নারী–পুরুষকে সমতার ভিত্তিতে একসাথে কাজ করতে হবে।
চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ১৫ মার্চ আলোচনা সভায় আলোচকরা একথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রিজিয়া আকবর খন্দকার। আলোচনায় অংশ নেন ক্লাব প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, গুলশানা আলী, রুহী মোস্তফা, হাজেরা মুন্নী, রিজওয়ানা সালেহ, ড. জয়নাব বেগম, অধ্যাপক আয়েশা পারভিন চৌধুরী। স্বরচিত কবিতা পাঠ করেন ফরিদা ফরহাদ, মর্জিনা আখতার, আলেয়া চৌধুরী। গান পরিবেশন করেন ডা. হাফসা সালেহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সহসভানেত্রী পারভিন জালাল। প্রেস বিজ্ঞপ্তি।












