উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার সাথে থাকার আহ্বান

সাংবাদিকের সাথে মতবিনিময়ে এমপি নজিবুল বশর

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গত ৭ জুলাই মাইজভাণ্ডারস্থ বাস ভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্‌ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, দৌলত শওকত, সৈয়দ মো. মাসুদ, আহমেদ এরশাদ খোকন, এমরান হোসেন ফরহাদ, এম. সাইফুর রহমান সোহান, আনোয়ার হোসেন ফরিদ, এম. জুনায়েদ, শাহনেওয়াজ নাজিম, ওমর ফয়সাল ও মোস্তফা কামরুল। এ সময় নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে বর্তমান সরকারের আমলে। তিনি দেশ, মাটি ও জাতির বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধক্যাম্পে পাঁচ খুনের ঘটনায় ৬ রোহিঙ্গা আটক