উন্নয়নের রোল মডেল বোয়ালখালী পৌরসভা

বর্ষপূর্তি অনুষ্ঠানে এমপি মোছলেম উদ্দিন

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আগের পৌরসভার যে রূপ ছিলো তা এখন নেই বললেই চলে। বর্তমানে পৌরসভা উন্নয়নে বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর প্রতিপাদ্যকে বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী পৌরসভার বর্ষপূর্তি অনুষ্ঠানে সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এসব কথা বলেন।
পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন, ভাইস চেয়ারম্যান এস, এম সেলিম, জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদক বোরহান উদ্দিন, মো. এমরান, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমীন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ.লীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস- চেয়ারম্যান জাহেদুল হক। বক্তব্য রাখেন চেয়ারম্যান বেলাল হোসেন, এস, এম জসিম, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, শফিউল আজম শেফু, শামসুল আলম, শেখ শহিদুল ইসলাম, মো.জাকারিয়া, প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, হাজী মো. নাছের আলী, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএনজিতে হারানো প্রবাসীর ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং হেরিটেইজের অভিষেক