উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কর্মীসভা গত শুক্রবার কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান ইবনে আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। সম্মেলন ও কর্মীসভা উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, বিশেষ অতিথি ও আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, সরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম, বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন, জামসেদ আলম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, নীল কন্ঠ দাশ, জিল্লুর করিম শরীফি, মাওলানা আকতার হোছাইন, চৌধুরী নাজেমুল হক প্রমুখ। সভা সঞ্চালনা করেন কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ। সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও দলের উন্নয়নে কাজ করার পাশাপাশি দলীয় কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বহুজাতিক আদিবাসী পদক পেলেন অজয় দাশগুপ্ত
পরবর্তী নিবন্ধভারোত্তোলনে পঞ্চম আশিকুর