উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কার্যকর বাজেট

মনোয়ারা হাকিম আলী

আজাদী ডেস্ক | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

 

 

জাতীয় সংসদে ঘোষিত দেশের ৫১তম প্রস্তাবিত বাজেট উপস্থাপনকে স্বাগত জানিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, বৈশ্বয়িক মহামারী পরবর্তী এই কঠিন সময়ে প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী।

তিনি বলেন, পর পর দুই ধাপে মহামারীর কারণে দেশের সর্বস্তরের মানুষ যখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিগবিদিগ জ্ঞানশূন্য হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তে বর্তমান সরকারের ঘোষিত বাজেট দেশের মানুষকে কিছুটা হলেও আশার আলো দেখাল। এছাড়া নানান সীমাবদ্ধতার মাঝে এই ধরনের সময়োপযোগী বাজেট প্রণয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ... মুস্তফা কামালকে অভিনন্দন জানান তিনি। মহামারী পরবর্তী পরিস্থিতিতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি মহামারীতে ভেঙে পরা শিক্ষাখাতকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। স্বাস্থ্যখাতে বরাদ্ধ বৃদ্ধি, চলমান মহামারী মোকাবেলার কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে মহামারী পরবর্তী এই দুঃসময়ে দেশের খাদ্যনিরাপত্তা ঝুঁকি কমবে। কিন্তু পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং খাদ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করলে বৈশ্বিক বাজার দরের অস্থিতিশীলতার সাথে তাল রেখে চলা সম্ভব হতো। জ্বালানী ও বিদ্যুৎ এবং শিল্প ও অর্থনৈতিক খাতে বরাদ্ধ বৃদ্ধি করলে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন তথা দেশের জনগণের উন্নয়নের পথ ত্বরান্বিত হতো। এছাড়া পরিবহন ও যোগাযোগ এবং শৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং মানুষের জীবন থেকে অনিশ্চয়তা লাঘব হবে। স্টার্টআপ উদ্যোক্তাদের টার্নওভার করের হার কমানো এবং আয়রকত রিটার্ন দাখিল বাদে বাকি সব রিপোর্টিং থেকে অব্যাহতি, এবং তরুণদের নতুন ধারণা বিকাশে সহায়তা করার জন্য এফবিসিসিআই প্রস্তাবিত ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করার প্রস্তাবের ফলে তরুণ উদ্যোক্তাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ-দুর্বিপাকে রেড ক্রিসেন্টই সবার আগে ঝাঁপিয়ে পড়ে : সাবেক সচিব
পরবর্তী নিবন্ধকরোনার সংকট কাটানোর বাজেট